বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো সাত তলা ভবনসহ ৪৭ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

গুঁড়িয়ে দেওয়া হলো সাত তলা ভবনসহ ৪৭ স্থাপনা

নদী দখল করে গড়ে তোলা সাত তলা ভবনসহ ৪৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকার চারপাশের নদ-নদী অবৈধ দখলমুক্ত করার চলমান অভিযানে গতকাল কামরাঙ্গীর চরের নবাবের চর এলাকায় বুড়িগঙ্গা নদীর উত্তরপাড়ে উচ্ছেদ কার্যক্রম চালায় সংস্থাটি।

অভিযানের ৪০তম কার্যদিবসে এদিন ২টি সাত তলা, ১টি দোতলা, ৫টি এক তলা, ১২টি আধাপাকা, ১৯টি টিনের ঘর ও ৮টি দোকানঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে অবমুক্ত হয় দশমিক ৫ একর তীরভূমি।

বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। আজ সকাল ৯টায় বাদামতলী থেকে সদরঘাট শ্যামবাজার হয়ে শ্মশানঘাট অভিমুখে বুড়িগঙ্গা নদীর উত্তরপাড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর