বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
গাজীপুর সিটি করপোরেশন

দুর্নীতির অভিযোগে ৯ কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে প্রশাসনিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। এরমধ্যে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ছয় সচিবকে বরখাস্ত ও পাঁচজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। গতকাল সকালে সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সিটি করপোরেশন গঠিত হয়েছে নগরবাসীর সেবার জন্য। কিন্তু মানুষের সেবা না দিয়ে কতিপয় কর্মকর্তা- কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এজন্য সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. মোজাহিদুল  ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও লাইসেন্স কর্মকর্তা মো. মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর সিটি করপোরেশনের ছয় ওয়ার্ডের সচিবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা হলেন-২২ নং ওয়ার্ডের মাহাবুব আলম, ২৪ নং ওয়ার্ডের জহির আলম, ৪২ নং ওয়ার্ডের মো. আক্তার হোসেন, ৩২ নং ওয়ার্ডের মাহাবুবুর রহমান, ৩৪নং ওয়ার্ডের মো. নাদিম হোসেন ও ৪৯ নং ওয়ার্ডের মো. মুক্তার হোসেন।

 এছাড়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তারা হলেন, কর নির্ধারণ কর্মকর্তা আতাউর রহমান ভূইয়া, অফিস সহায়ক সোহেল, কর আদায় সহকারী কালাম, জরিপ শাখার সাইফুল ও কর নির্ধারণ সহযোগী কামরুজ্জামান। এছাড়া কয়েক কর্মকর্তার কার্যক্রম নজরদারির মধ্যে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর