বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে স্ক্যানার স্থাপনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ট্রেনে মাদকসহ অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে বডি ও লাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া রেলওয়ের দুর্ঘটনা রোধে রেল লাইন, সেতুর সংস্কার কার্যক্রম জোরদার করাসহ অনলাইনে রেলওয়ের টিকিট বিক্রির অ্যাপস আরও উপযোগী ও উন্নত করতে সুপারিশ করে কমিটি। এর পাশাপাশি কমিটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত কীভাবে ট্রেন সার্ভিস চালু করা যায় সে বিষয়ে প্রয়োজনীয়  পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ রা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী। রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের জানান, প্রায়ই সংবাদ মাধ্যমে দেখি ট্রেনের মাধ্যমে মাদক বহন করা হচ্ছে। এজন্য কমিটি রেল স্টেশনে বডি ও লাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর