বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সূচকের ব্যাপক পতন

নিজস্ব প্রতিবেদক

সূচকের ব্যাপক পতন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র পাঁচটির শেয়ার দর বেড়েছে। তাও খুব সামান্য। বাকি সবগুলোর দর কমেছে। এ ছাড়া লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরও কমেছে। এতে সপ্তাহের তৃতীয় দিনে সূচকের ব্যাপক পতন হয়েছে। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮০ পয়েন্টে। ডিএসইতে ৫১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৪ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ২৪২টির কমেছে আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রানার অটোমোবাইলের। কোম্পানিটির ১৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৭ কোটি ৯৯ লাখ টাকা এবং ১৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ডিএসইর লেনদেনে  উঠে আসা শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে আরও রয়েছে- জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, সিনোবাংলা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯১ পয়েন্টে। আর লেনদেন হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৮১টি এবং অপরিবর্তিত থাকে ২২টির দর।

 লেনদেন হয়েছে ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর