বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা নির্যাতনে দায়ীদের বিচারের আওতায় আনতে চায় যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে। গতকাল বিকালে বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার এবং পুলিশের উপ-মহাপরিদর্শকের সঙ্গে মতবিনিময়ের   পর   উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।  তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করছে  যুক্তরাষ্ট্র। এর আগে রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে রাখাইনে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিবেশ সৃষ্টি করার তাগিদ দেন তিনি। রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ সরকার যেভাবে দাঁড়িয়েছে তার ভূয়সী প্রশংসা করেন।

 তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর