বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হুদা দম্পতির জামিনের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার আগাম জামিনের মেয়াদ বাড়িয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনারি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সোমবার এ মামলায় ৪ মাসের মধ্যে  তদন্ত প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেয় আদালত।

পরে নাজমুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাই কোর্ট মামলাটি বাতিল করে। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। ২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাই কোর্টের ওই রায় বাতিল ঘোষণা করে। এ মামলায় চলতি বছরের মার্চে তারা হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন উল্লেখ করে নাজমুল হুদা মামলা বাতিলের আবেদন করেছিলেন। কিন্তু শুনানি শেষে আদালত তার আবেদন নিষ্পত্তি করে ৪ মাসের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেয়। গতকাল জামিনের মেয়াদ বাড়ানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর