বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে

সংসদে তথ্য

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ক্রমান্বয়ে বহুমূত্র (ডায়াবেটিক) রোগের সংখ্যা বাড়ছে। গত ২০১০ সালে এ রোগে আক্রান্ত হওয়ার ছিল ৩ দশমিক ৯ শতাংশ। গত আটবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশ অর্থাৎ বলায় এ বৃদ্ধির হার দ্বিগুণের বেশি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের গতকালের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, এ রোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে এবং চলমান।

আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভেজাল ও ফরমালিনমুক্ত খাবার গ্রহণ, ধূমপানসহ নানা কারণে প্রতিবছর ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু সেই অনুপাতে ক্যান্সার চিকিৎসা ও হাসপাতাল কম হওয়ায় ক্যান্সার রোগী ও অভিভাবকরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। এ থেকে ভুক্তভোগীদের লাঘবের জন্য এরই মধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে আধুনিক চিকিৎসা সম্বলিত স্পেশাল ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হজ ফ্লাইট বিপর্যয় ঘটবে না :  ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, হজযাত্রীদের ২০১৯ সালে বরাদ্দ করা বিমানের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই এবছর বিমানের ফ্লাইট বিপর্যয় ঘটনার সম্ভব নেই। ধর্মমন্ত্রী বলেন, বিমান টিকিট ইস্যুকৃত সব ব্যক্তি যথাযথভাবে সৌদি আরব গিয়ে হজ পালন করতে পারেন। কোনো কারণে বিমানের ফ্লাইট বাতিল হলেও বিকল্প বিমানে তাদের হজে পাঠানো হয়। এ বছর বিমানের সব টিকিট বিক্রি হয়েছে। তাই আশা করা যায়, এবার বিমানের ফ্লাইট বিপর্যয় ঘটবে না। ওয়াটার বাসে যাত্রীরা কম আগ্রহী : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকার চারপাশে নৌপথে দ্রুতগামী ওয়াটার বাস না থাকা ও নদীর পানি দূষিত থাকায় ওয়াটার বাসে যাতায়াতে যাত্রীরা কম আগ্রহী। প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার চারপাশে নৌপথ চালুকরণে (১ম পর্যায় ২০০০-২০০৫ এবং দ্বিতীয় পর্যায় ২০০৮-২০১৩) দুটি প্রকল্পের মাধ্যমে সদরঘাট হতে আশুলিয়া এবং আশুলিয়া হতে কাঁচপুর পর্যন্ত ১২০ ফুট প্রশস্ততা ও ৬ ফুট ড্রাফট বিশিষ্ট নৌপথ চালু করা হয়। বর্তমানে  নৌপথটি উক্ত ড্রাফটে চালু আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর