শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দেশের সম্পদ লুটতেই গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণের ওপর জুলুম ও শোষণ নির্যাতন চালিয়ে দেশের সম্পদ লুট করতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি বলেন, জনগণের ওপর নিপীড়ন চালিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করে সরকারের লোকজন ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে উঠছে। নিজেদের লোকদের এই অনৈতিক সুযোগ করে দিচ্ছে সরকার। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের           বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) মহিলা দল সভানেত্রী রাজিয়া আলিম, উত্তরের সভানেত্রী পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা বেগম, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা শাহীন, মিলি জাকারিয়া, মহিলা দল নেত্রী মিনা বেগম মিনি, জেসমিন জাহান, গুলশান আরা মিতা, স্বপ্না আহমেদসহ শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। রিজভী আহমেদ বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের নার্ভ বুঝতে পেরেছে। তারা জানে যে, জনগণ দুঃশাসনের কারণে তাদের ঘৃণা করে। সেটি বুঝতে পেরেই প্রতিশোধের আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে জনগণের আন্দোলন ও ক্ষোভে-বিক্ষোভে বিএনপি শামিল হতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বলে জানান রিজভী আহমেদ। তিনি বলেন, বর্তমান মধ্যরাতের ভোটের সরকার জনগণের ভোটে বিশ্বাসী না হওয়ার কারণে তারা জনগণ নয়; বরং নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের নীতিতেই বিশ্বাস করে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ যাতে বর্তমান অবৈধ সরকারের এ জুলুমের শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে না পারে, সে জন্য তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছে। কিন্তু জনগণ বর্তমান সরকারের অলিক-অবাস্তব স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হতে দেবে না। দেশের আপামর জনগণের আস্থাভাজন নেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করে মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী শক্তি দৃঢ় সংকল্পবদ্ধ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর