শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দেশে সুশাসনের জন্য নতুন রাজনৈতিক চুক্তি দরকার : ইনু

নিজস্ব প্রতিবেদক

দেশে সুশাসনের জন্য নতুন রাজনৈতিক চুক্তি দরকার বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেন, রাজনীতির নতুন পর্বে জঙ্গিবাদের ধ্বংসস্তূপের ওপর দলবাজি-গু ামি-দুর্নীতি-লুটপাট-বৈষম্যমুক্ত সুশাসনের দেশ গড়তে নতুন রাজনৈতিক চুক্তি দরকার। নতুন রাজনৈতিক চুক্তি বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক- প্রগতিশীল-অসাম্প্রদায়িক শক্তির কার্যকর ঐক্য প্রয়োজন। গতকাল রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভার উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, সহ-সভাপতি আবদুল হাই তালুকদার প্রমুখ। এর আগে সকাল ১০টায় নাট্যমঞ্চের উন্মুক্ত প্রাঙ্গণে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দলীয় পতাকা উত্তোলন করে প্রতিনিধি সভার উদ্বোধন করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে দল না দেখে, মুখ না দেখে আইনের কঠোর প্রয়োগ, সকল পর্যায়ে জনপ্রশাসন, পুলিশ, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতার মধ্য দিয়েই আইনের শাসন ও সুশাসনের পথ তৈরি হবে। ইনু বলেন, ‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা-ধর্মান্ধতা-কুসংস্কার শিকড়সহ উপড়ে ফেলেই রাজনৈতিক শান্তি টেকসই করতে হবে।’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি- সোনার বাংলা শ্মশান কেন উদ্ধৃত করে ইনু বলেন, ‘স্বাধীন দেশে গরিব কেন? দেশে ও সমাজে এত বৈষম্য কেন? সংবিধানে লেখা অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর