শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নিরাপত্তারক্ষীকে কুপিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নিরাপত্তারক্ষীকে কুপিয়ে রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। পরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

আহত নিরাপত্তারক্ষীর নাম লিটন। তার অবস্থা আশঙ্কাজনক। সকালে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে    উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলে লিটন ব্যাংকের ম্যানেজারকে ফোন দেন। ম্যানেজার পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, ‘লিটন কিছু কথা পুলিশকে জানিয়েছেন। তার কথা রেকর্ড করে রাখা হয়েছে।’ ব্যাংক ম্যানেজার সোয়াইবুর রহমান খান জানান, ভোরে ব্যাংকের কর্মকর্তা আসিফ ইকবালকে ব্যাংকের টেলিফোন নম্বর থেকে ফোন করেন লিটন। লিটন ওই কর্মকর্তাকে বলেন, ‘স্যার ব্যাংকে ডাকাত পড়েছে। আমাকে চাকু মারা হয়েছে। আমাকে বাঁচান।’ এরপর ওই কর্মকর্তা আমাকে ফোন করেন। তখন পুলিশকে জানিয়ে সকাল ৬টার দিকে তিনি ব্যাংকে আসেন। ম্যানেজার জানান, প্রধান গেটের তালাটি ভেঙে তারা প্রবেশ করেছে। পাশের আরেকটি গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ব্যাংকে থাকা সিসি টিভি ফুটেজে দেখা যায়, রাত ১২টা ১০ মিনিটে ব্যাংকের ভিতরে ঢোকার গেটের তালা কাটার কাজ চলছে। রাত ১২টা ১৪ মিনিট ৩১ সেকেন্ডে ব্যাংকের ভিতরে প্রবেশ করেন এক ব্যক্তি। ওই ব্যক্তির পরনে টি-শার্ট, প্যান্ট, মুখে মাস্ক ও পায়ে স্যান্ডেল। তার হাতে চাকু। সোজা চলে যায় নিরাপত্তারক্ষীর কক্ষের দিকে। যেখানে ঘুমিয়ে ছিলেন লিটন। পুলিশ জানান, ওই ব্যক্তি প্রথমে ভিতরে ঢুকেই লিটনকে হত্যার চেষ্টা করে। এরপর ভল্ট ভাঙার চেষ্টা করে। এরপর আর কিছু ধরা পড়েনি ফুটেজে। কারণ সেটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী উপকমিশনার রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকে ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভিতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করে। কিন্তু পারেনি। পরে তারা পালিয়ে যায়। তবে সিসি টিভির যে ফুটেজ তাদের হাতে এসেছে, সেটি দেখে তারা দুর্বৃত্তকে শনাক্তের চেষ্টা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর