সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টানা বর্ষণে ব্যাহত চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম

বিপর্যস্ত নাগরিক জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টানা বর্ষণ, জলাবদ্ধতা, সড়ক ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের চলমান কাজের জন্য যানজট লেগেই থাকে বন্দর সড়কে। আবার অতিবৃষ্টি ও সাগর উত্তাল থাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যত বন্ধ রয়েছে। এর ফলে নানামুখী সংকটে পড়েছে চট্টগ্রাম বন্দর। আমদানি-রপ্তানিও ব্যাহত হচ্ছে। আবার বন্দর সড়কে তীব্র যানজটের কারণে বন্দরের জেটিতে প্রবেশ করা ট্রাক-কাভার্ড ভ্যান-লরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এর ফলে বন্দরের ইয়ার্ড থেকে পণ্য খালাসে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বন্দরের ইয়ার্ডে কনটেইনার জটের পাশাপাশি জেটিতে জাহাজ জটও তৈরি হচ্ছে। এসব কারণে বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য বিপর্যয়ের মুখে রয়েছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। এ ছাড়া চট্টগ্রাম এখন চরম দুর্ভোগ, কষ্ট এবং অন্তহীন ভোগান্তির নগরে পরিণত হয়েছে। টানা বর্ষণে বিপর্যস্ত নাগরিক জীবন।

 ঘরে বাইরে অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছে সবাই। বাসায় বাস করতে হচ্ছে কাদা এবং কাদা পানিতে। বাইরে সড়কগুলো ক্ষতবিক্ষত। জলাবদ্ধতায় অনেক নালার ময়লা আবর্জনা সড়কে জমে স্তূপ হয়ে আছে। ময়লায় ভরাট হয়েছে নালা-নর্দমা। ফলে ভোগান্তি অতিমাত্রা ধারণ করেছে। জানা যায়, গত ৪ জুলাই থেকে শুরু হওয়া অতিবর্ষণের কারণে নগরে বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়।

সর্বশেষ খবর