সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ৬ দাবি খুলনার ব্যবসায়ীদের

সহকারী হাই কমিশনারের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে খুলনা-কলকাতা রুটে প্রতিদিন রেল যোগাযোগ, যৌথ ইমিগ্রেশন চালু ও সীমান্তে হয়রানি বন্ধসহ ৬ দফা দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা। গতকাল খুলনা চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনার সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়ে এসব দাবি জানান হয়। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক। ব্যবসায়ীরা বলেন, ভারতীয় কাষ্টমস্, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ কর্তৃক ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়। ভারতীয় রুপি সঙ্গে নিতে না পারায় ভোগান্তির শিকার হতে হয়। সীমান্ডে দুদফায় ডলার ও রুপি পরিবর্তনে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ভারতীয় ভিসায় একটি মাত্র পোর্ট দিয়ে ভারতে প্রবেশের সুযোগ থাকায় প্রয়োজনে ব্যবসায়ীরা অন্য ল্যান্ডপোর্ট বা বিমানবন্দর ব্যবহার করতে পারে না। মতবিনিময় সভায় বিজনেস ও মেডিকেল ভিসায় যাতায়াতে ভারতীয় চেকপোস্টে আলাদা কাউন্টার, বাংলাদেশ থেকে অ্যাম্বুলেন্সে রোগীরা সরাসরি কলকাতায় যাওয়ার ব্যবস্থা, সব পাসপোর্টধারীদের ৫ হাজার পর্যন্ত ভারতীয় রুপি বহন করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনার বলেন, স্থলবন্দর দিয়ে পণ্য চোরাচালান বন্ধে ৪/৫ ধরনের বাহিনী তাদের দায়িত্ব পালন করে। এতে কিছুটা ভোগান্তি হয়। তবে মালামাল চেকিং কমালে চোরাচালান বেড়ে যাবে। তিনি বলেন, সীমান্তে অযথা হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা রেলস্টেশনে ইমিগ্রেশন চালু ও সপ্তাহে দুদিন খুলনা-কলকাতা রেল যোগাযোগ চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এসময় খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক সীমান্তে বিজিবি’র হয়রানি বন্ধের বিষয়ে উদ্যোগ গ্রহণ ও খুলনায় অবস্থানকালে ভারতীয় ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। মতবিনিময় সভায় খুলনা চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর