সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দরপতনে শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারের  লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এদিকে দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ডিএসইর সামনে তারা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। শুরু থেকেই আমরা শেয়ারবাজারের পতন ঠেকাতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছি। কিন্তু এতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। কেউই আমাদের দিকে নজর দেয় না। আমরা এখানে ব্যক্তিগত স্বার্থে বিক্ষোভ করছি না। আমরা যা করছি শেয়ারবাজারের তথা গোটা দেশের অর্থনীতির স্বার্থে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৯ পয়েন্টে। দুই মাস ১৫ দিনের মধ্যে সূচক সর্বনিম্নে নেমে গেছে। ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

সর্বশেষ খবর