সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাবির হলে ‘গেস্টরুম’ প্রথার নামে মারধর

অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ‘গেস্টরুম’ প্রথার নামে প্রথম বর্ষের ২৪  শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের বিরুদ্ধে। এতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মনিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হল সংসদের সহ-সাধারণ সম্পাদক আবদুুল্লাহ আল মুমিন আবিরের তত্ত্বাবধানে হলে কয়েক মাস যাবৎ গেস্টরুম চলছিল। প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনুগত রাখতে একটি কক্ষে দাঁড় করিয়ে তাদের কৈফিয়ত নেওয়ার প্রথাকে ‘গেস্টরুম’ বলা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বুধবার মধুর ক্যান্টিনে ছাত্রলীগের প্রোগ্রামে প্রথম বর্ষের কিছু ছাত্র নানা কারণে উপস্থিত থাকতে পারেনি। তাদের ডেকে নিয়ে রাতে ঘুমাতে নিষেধ করে দেন। নিষেধ অমান্য করে রুমে ঘুমাতে গেলে ২৪ শিক্ষার্থীকে লোহার রড, বাঁশ, স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।

সর্বশেষ খবর