মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সিলেটে টিলাধসে প্রাণহানির শঙ্কা

ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে মাঠে প্রশাসন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

টানা বর্ষণে সিলেটে টিলাধসে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি জায়গায় টিলাধসের ঘটনাও ঘটেছে। এজন্য টিলার নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসন মাঠে নেমেছে। জেলা প্রশাসনের নির্দেশে গতকাল উপজেলাগুলোয় কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারা। সিলেট নগর ও বিভিন্ন উপজেলায় অন্তত ১০ হাজার মানুষ টিলা ও পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাস করছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট মহানগরের বালুচর, আখালিয়া, করেরপাড়া, জালালিয়া আবাসিক এলাকা, হাওলাদারপাড়া, জাহাঙ্গীরনগর, বিমানবন্দর সড়ক, খাদিমপাড়া, খাদিমনগর, ইসলামপুর মেজরটিলা, মংলিরপাড়া প্রভৃতি এলাকায় টিলার পাদদেশে ঘর বানিয়ে বসবাস করছেন অসংখ্য মানুষ। এ ছাড়া সিলেটের জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ কয়েকটি উপজেলায়ও টিলার নিচে মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে এসব এলাকায় টিলাধস ঘটে। ১১ জুলাই সিলেট সদর উপজেলার জাহাঙ্গীরনগরে টিলাধস ঘটে। এতে কেউ হতাহত না হলেও বৃষ্টিপাত না থামায় আবারও বড় ধসের আশঙ্কায় আছেন ওই টিলার নিচে              বসবাসকারীরা। একইভাবে নগরীর হাওলাদারপাড়ার জগটিলায়ও ভূমিধসের আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। এক সপ্তাহ ধরে সিলেটে টানা বর্ষণে বেশির ভাগ এলাকায় টিলাধসের আশঙ্কা বিরাজ করছিল। টিলাধসে বিপুল প্রাণহানি হতে পারে বলে স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এর আলোকে গতকাল অভিযানে নামে সিলেট সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের নেতৃত্বে জাহাঙ্গীরনগর, বহরসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়।

 সেখানকার টিলার নিচে বসবাসকারীদের বৃষ্টিপাত না থামা পর্যন্ত সরকারি আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি পরিবারকে গতকালই টিলার নিচ থেকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে অভিযানকালে সিলেট নগরের হাওলাদারপাড়ার জগটিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে দেখে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়চৌধুরীকে জানানো হয়েছে বলে জানান সদরের নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, কয়েকদিনের টানা বর্ষণে সিলেটে টিলাধসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সদর উপজেলার কয়েকটি স্থান থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর