মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
দুধ নিয়ে গবেষণা করায় হুমকি

অতিরিক্ত সচিবের বহিষ্কার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

দুধ নিয়ে গবেষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. আ ব ম ফারুককে হুমকি দেওয়ার অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে চাকরিচ্যুত করার দাবি জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১ গতকাল বেলা ১১টায় ঢাকার শাহবাগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় অধ্যাপক ফারুকের পাশে থাকারও ঘোষণা দেন  তারা। সমাবেশে ঢাবির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আবদুজ জাহের বলেন, ‘গবেষণা ভুল প্রমাণ করতে হলে আরেকটা গবেষণা দিয়েই করতে হবে। অথচ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কোনো রকম প্রমাণ ছাড়াই মামলার হুমকি দিচ্ছেন।’ ঢাবি শিক্ষক ড. রায়হান বলেন, ভেজাল দুধ নিয়ে গবেষণার জন্য হুমকি দেওয়া জাতির জন্য লজ্জার। মানববন্ধনে বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ঢাবি রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর