মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
মাদকবিরোধী অভিযান

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ও র‌্যাব। অভিযানে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, রবিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৮২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯৫ গ্রাম ১৬১০ পুরিয়া হেরোইন, ৭৪০ গ্রাম গাঁজা, বিয়ার ৫০০ ক্যান, একটি খালি মদের বোতল ও ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে র‌্যাব-৪-এর সিনিয়র এএসপি (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গতকাল ভোরে গাবতলী মাজার রোড মোড় থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. ফারুক হোসেন, মো. জাহাঙ্গীর মৃধা ও মো. হাসান।

এ সময় তাদের কাছ থেকে ৫৩৪ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও ২০০ বস্তা ভুট্টা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর