বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নারায়ণগঞ্জে হকারদের নিয়ে রাজনীতিবিদদের লড়াই

দুই নেতার রাজনৈতিক দ্বন্দ্ব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের স্বনামখ্যাত দুই নেতা শামীম ওসমান এমপি (নারায়ণগঞ্জ-৪) এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যকার চলমান রাজনৈতিক দ্বন্দ্বকে বলা হয় ‘বিখ্যাত দ্বন্দ্ব’। দুই নেতার এই দ্বন্দ্বের কারণে নারায়ণগঞ্জ নগরীতে এখন সহস্রাধিক হকার বেকারত্বের অভিশাপে জর্জরিত। তারা বেঁচে থাকার উপায় খুঁজে বেড়াচ্ছেন। কারণ সম্প্রতি (১৫ জুন) পুলিশি অভিযানে হকারদের উচ্ছেদ করা হয়েছে। বলা হচ্ছে, হকাররা অবৈধভাবে ফুটপাথ দখল করে রাখায় তাদের হটিয়ে দেওয়া হয়েছে। হকাররা বলছেন, প্রতিটি হকারের সংসারে কমপক্ষে পাঁচজন মানুষ তার আয়ের ওপরে নির্ভরশীল। সেই হিসাবে হকার পরিবারে ১৫ হাজার মানুষের খেয়ে-পরে বেঁচে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে। নাগরিকরা শামীম-আইভী দ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, রাজায় রাজায় যুদ্ধ- প্রাণ যায় নলখাগড়ার। নাসিক এলাকায় গরিব হকারদের দুর্দশা দেখেই এমন উপমা টানা হয়। কারণ সিটি মেয়র মনে করেন, নগরীর সৌন্দর্য রক্ষায় এবং রাস্তায় নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুবিধার্থে রাস্তায় বা ফুটপাথে বসে হকারদের ব্যবসা করতে দেওয়া   উচিত নয়। তিনি তার ভাবনা অনুযায়ী ব্যবস্থাও নিয়েছেন একাধিকবার। তাতে ফলোদয় হয়নি। হকারদের আজ উচ্ছেদ করলে তারা কাল আবার এসে বসে পড়েন। শামীম ওসমান এমপি পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদের ঘোরবিরোধী। তার মতে, হঠাৎ উচ্ছেদ করলে গরিব এই মানুষগুলো আয়-উপার্জনহীন হয়ে পড়বেন। পর্যবেক্ষকরা বলেন, দুই নেতার দুই দৃষ্টিভঙ্গির কারণে সমস্যার সমাধান হয় না। এর ফলে ভোগান্তিটা হয় হকারদেরই। হকাররা ১১ জুলাই তাদের অসহায়ত্বের কথা জানিয়ে বঙ্গবন্ধু সড়কে ফুটপাথে ৪ ঘণ্টার জন্য বসবার অনুমতি চেয়ে নবাগত জেলা প্রশাসক জসিমউদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছেন। ডিসি তাদের জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ এখন বিদেশ সফরে রয়েছেন। পুলিশ সুপার বিদেশ থেকে ফিরে এলে তার সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ সংবিধান পরিপন্থী। তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার প্রতিকার করতে প্রশাসন ও নাসিকের প্রতি দাবি জানান। দাবি আদায়ের জন্য তিনি নগরীতে সভা-সমাবেশ করে চলেছেন। হাফিজুল ইসলাম বলেন, নগরীর ফুটপাথে অবৈধ মোটরসাইকেল পার্র্কিং, মার্কেটের দোকানিদের ফুটপাথ দখল ও বহুতল ভবনের নিচ তলায় পার্র্কিং ব্যবস্থা না থাকায় এখন রাস্তায় যানজট লেগেই থাকে। এই সমস্যার দিকে কারও নজর নেই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর