বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এবার সুরমাপাড়ের কারখানা উচ্ছেদে যৌথ অভিযান

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

এবার সুরমাপাড়ের কারখানা উচ্ছেদে যৌথ অভিযান

অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি এবার সুরমা নদীপাড়ে অবৈধভাবে নির্মিত কল-কারখানার বিরুদ্ধে শুরু হয়েছে যৌথ ‘অ্যাকশন’। সুরমার পাড় দখল করে নির্মিত কল-কারখানা উচ্ছেদে গত দুই দিন ধরে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। দুই দিনে ৩২টি রাইস মিলসহ বিভিন্ন কল-কারখানা উচ্ছেদ করা হয়েছে। সুরমা নদী ও তীর সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দশ দিন ধরে সিলেট নগরীর সুরমাপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে যৌথ অভিযান। প্রতিদিনই জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড মিলে চালিয়ে যাচ্ছে স্থাপনা উচ্ছেদ। ইতিমধ্যে কাজিরবাজার খেয়াঘাট, কাজিরবাজার মাছবাজার, কালীঘাট ও শেখঘাট এলাকার প্রায় আড়াইশত দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। একপর্যায়ে কারাখানার মালিকরা স্বেচ্ছায় তাদের স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। গতকাল শেখঘাট সুরমাপাড়ে গিয়ে দেখা গেছে, কয়েকটি কারখানার ঘর মালিকরা নিজ উদ্যোগে ভাঙছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে সুরমা নদীর পাড় দখল করে অন্তত পাঁচশত স্থাপনা নির্মাণ করা হয়েছে। গতকাল অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী হাকিম উম্মে সালিক রুমাইয়া জানান, যে কোনো মূল্যে নদীর তীর দখলদারদের উচ্ছেদ করা হবে। নদী ও তীর দখলদারমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর