বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলা পুরস্কার পাচ্ছেন ৭ শিল্পী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা পুরস্কার পাচ্ছেন ৭ শিল্পী

সাত গুণীকে শিল্পকলা পদক-২০১৮ প্রদান করছে সরকার। এ

বছর শিল্পকলা পদকপ্রাপ্ত গুণীজনরা হলেন- কণ্ঠসংগীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসংগীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোক সংস্কৃতিতে মিনা বড়–য়া, চারুকলায় অলকেশ ঘোষ ও নৃত্যকলায় শুক্লা সরকার ও আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়। আগামীকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সাত গুণীর হাতে পদক তুলে  দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রত্যেক গুণীকে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা  হবে।

গতকাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এবং একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়াসহ একাডেমির কর্মকর্তা কর্মচারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর