বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভারতীয় সাংবাদিকদের সোনামসজিদ সীমান্ত পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুই দেশের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সীমান্ত পরিস্থিতি দেখতে ১৪ সদস্যের ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দল গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ সীমান্ত পরিদর্শন করেছেন। সকাল ১০টায় প্রতিনিধি দল রংপুর রিজিয়ন বিজিবির আমন্ত্রণে সোনামসজিদ বিওপি পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। পরে প্রতিনিধি দল সোনামসজিদ আইসিপি ও ভারতের মোহদীপুর আইসিপি পরিদর্শন করেন            এবং স্থানীয় সাংবাদিকসহ পাসপোর্টে আসা যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএসএফ কর্মকর্তা শাহ সুভেন্দু ভারদাজসহ প্রতিনিধি দলে রয়েছেন দূরদর্শনের সুধাকর দাস ও বিনয় কুমার তেরয়ারী, টাইমস নাওয়ের মোহিদ শর্মা ও মোহন সিং এএনআই নিউজের রাভি জালহোত্রা ও মুকেশ কুমার, নিউজ ১৮ ইন্ডিয়ার অমিত পান্ডে ও নুকুল শর্মা, এআইআর’র মনোহর সিং রাউয়াত, নবভারত টাইমসের নরেন্দ্র নাথ মিশ্র, ইউএনআইর অনিস কুমার, অমর উজালার জিতেন্দার বরদার্জ, পি-২-এর চন্দন প্রকাশ সিং ও স্টেটসম্যানের মানস রঞ্জন ব্যানার্জি।

 এ ছাড়াও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশের নিউজ টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক রিসাত হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের রাশেদ নিজাম। এর আগে তারা ঐতিহাসিক পুরাকীর্তি সোনামসজিদ ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি পরিদর্শন করেন। দুপুরে প্রতিনিধি দলটি নওগাঁ জেলার পত্নীতলা বিওপির কার্যক্রম দেখার উদ্দেশ্যে সোনামসজিদ ত্যাগ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ খবর