বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় সংস্কারের দুই নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় সংস্কারের দুই নাটক

শিল্পকলা একাডেমিতে দুটি নাটক মঞ্চায়ন করেছে সংস্কার নাট্যদল। এর মধ্যে একটি হলো দলটির চতুর্থ প্রযোজনার নাটক ‘ভুলস্বর্গ’ এবং অন্যটি ষষ্ঠ প্রযোজনার নাটক ‘মহাপতঙ্গ’। গত সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরপর মঞ্চায়ন হয় নাটক দুটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘ভুলস্বর্গ’-এর নবনাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক এবং আবু ইসহাকের গল্প অবলম্বনে ড. রুবাইয়াৎ আহম্মেদের নাট্যরূপে ‘মহাপতঙ্গ’-এর নির্দেশনায় ছিলেন হাবিব মাসুদ।

দুটি নাটকে অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা (ইভা), পৃথা দে, সুজন কির্ত্তনিয়া, জুলি ইসলাম, মোস্তফা জালাল (সৌরভ), মাসুদ কবির, রতœা ইসলাম, ইসমাইল হোসেন, নদী বাপ্পী, বাপ্পী সাইফ, আশিকুর রহমান, শিহাবুল ইসলাম, সাজ্জাদ হাওলাদার প্রমুখ।

সর্বশেষ খবর