শিরোনাম
বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হঠাৎই দেখা হলো দুই প্রতিদ্বন্দ্বীর

নিজস্ব প্রতিবেদক

হঠাৎই দেখা হলো দুই প্রতিদ্বন্দ্বীর

প্রায় দুই যুগ ধরে চাঁদপুরের কচুয়ায় প্রতিদ্বন্দ্বী দুই রাজনীতিক। একজন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, অন্যজন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় রাজনীতিতে যাই হোক, এলাকার রাজনীতিতে ব্যাপক আলোচিত তারা। দুই রাজনীতিকের দল দুটি যেমন চিরপ্রতিদ্বন্দ্বী, ভোটের মাঠেও একই রকম প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে মুখোমুখি দেখা যায়নি তাদের। বহুদিন পর চলতি পথে হঠাৎই দেখা হলো। এগিয়ে এলেন পরস্পরের কাছে। কুশল বিনিময় করলেন। আবেগপ্রবণতায় ডুবে থাকলেন কিছুক্ষণ। গত সোমবার মারা গেছেন মিলনের শ্বশুর। তার লাশ নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের কচুয়ায় গ্রামের বাড়ি ফিরছিলেন মিলন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে একটি ফিলিং স্টেশনে যাত্রাবিরতি হয়। এ সময় আচমকা সেখানে দেখা মেলে ড. মহীউদ্দীন খান আলমগীরের। তিনিও এলাকায় যাচ্ছিলেন কর্মসূচিতে যোগ দিতে। দুই রাজনীতিকের এই হঠাৎ সাক্ষাতের বিষয়টি ব্যাপক আগ্রহের সঙ্গে দেখে সাধারণ মানুষ। হঠাৎ এমন দেখায় দুই নেতাও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। কুশল বিনিময় করেন।  কথা বলেন ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে। একসঙ্গে হালকা খাবারও গ্রহণ করেন তারা। মিলনের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ড. মহীউদ্দীন খান আলমগীর। এহছানুল হক মিলনের শ্বশুর মো. ইউনুস খান (৮১) সোমবার মারা যান রাজধানীর একটি হাসপাতালে। তিনি মহিলা দলের কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবীর বাবা। গতকাল ভোরে রাজধানীর দক্ষিণ পীরের বাগে মরহুমের প্রথম নামাজে জানাজা হয়। এরপর লাশ নিয়ে কচুয়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন মিলন। হঠাৎ পথে দেখা হয় ড. মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে। এ সময় মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবীও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর