বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাঁচজন করে হজে পাঠাতে পারবেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সরকারি খরচে পাঁচজন করে প্রতিনিধি এবার হজে পাঠাতে পারবেন। কমিটির সদস্যদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গতকাল স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সভাপতি। এ ছাড়া বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলার বার্ষিক কর্মসূচিসহ বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী  বৈঠকে  সভাপতিত্ব করেন। বিশেষ আমন্ত্রণে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন। কমিটির সদস্য নজিবুল বশর মাইজভন্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর