বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পৌরসভা কর্মচারীদের অবস্থান চলছেই

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি চলছেই। গতকাল তারা তৃতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচি পালন করেছেন। সারা দেশ থেকে সহস্র্রাধিক কর্মকর্তা-কর্মচারীকে বৃষ্টিতে ভিজে দাবি আদায়ে বিক্ষোভ করতে দেখা গেছে। দাবি আদায় না হলে শিগগিরই এক দফা দাবি আদায়ে আমরণ অনশনে বসবেন বলে জানান আন্দোলনরতরা।

বিক্ষোভকারীরা জানান, দেশের সব পৌরসভায় তাদের কার্যক্রম বন্ধ করে তারা রাজপথের আন্দোলন করছেন। পৌরসভা থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের প্রায় ৪০ শতাংশ নাগরিক। এতে পৌরবাসী দুর্ভোগে পড়েছে।

অনতিবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ খবর