শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভুয়া প্রকল্পের নামে অর্থ ভাগাভাগি

খুলনা জেলা পরিষদে উত্তেজনা প্রশাসনিক কর্মকর্তা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলা পরিষদে ভুয়া প্রকল্প ও বিল-ভাউচারের নামে অর্থ ভাগাভাগির অভিযোগ উঠেছে। ২০১৮-১৯ অর্থবছরে ৪০টির বেশি প্রকল্পের নামে প্রায় কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই। এছাড়া গাড়ি মেরামত ও যাতায়াতের নামে ভুয়া বিল-ভাউচার ও অতিরিক্ত তেল উত্তোলনের অভিযোগ রয়েছে। এদিকে প্রকল্পের নামে অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা ছাড় না দেওয়ায় গতকাল সকালে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানকে প্রতিষ্ঠানের চালক মো. শহিদুল্লাহসহ কয়েকজন লাঞ্ছিত করে। এতে জেলা পরিষদ কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কয়েকজন কর্মচারী, ঠিকাদার ও প্রভাবশালীদের মধ্যে শক্ত সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট ভুয়া প্রকল্প ও বিল ভাউচারের মাধ্যমে অর্থ ভাগাভাগি করে নেয়। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে ৪০টির বেশি প্রকল্পে প্রায় কোটি টাকা বরাদ্দ হলেও নানা অনিয়মের কারণে যাচাই-বাছাইয়ের পর তা’ আটকে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান বলেন, প্রকল্পগুলোর অধিকাংশই বাস্তবে অস্তিত্ব নেই। এসব ভুয়া প্রকল্প জেলা পরিষদের চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই পাস হয়েছে। এর সঙ্গে অফিসের কর্মচারীরা জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর