শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চার প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক আফরোজ রহমান ও আবদুল জব্বার ম-ল আরামবাগে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। অভিযানে আগাম মেয়াদ দেওয়া এবং ওষুধের প্যাকেটে এমআরপি ঘষামাজা করার দায়ে ক্যাশ অ্যান্ড ক্যারি ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ চিকেন নাগেট, চিকেন সসেজ, চিকেন বল ইত্যাদি বিক্রির জন্য ফ্রিজে জমিয়ে রাখার দায়ে গিল্ডার ব্যাক শপকে ৫০ হাজার, ওষুধের নির্ধারিত মূল্য টেম্পারিং করে বাড়তি দামে বিক্রির দায়ে রাস হেলথ কেয়ারকে ১৫ হাজার, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার দায়ে স্মার্ট ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর