শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গুরুতর অসুস্থ রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর। গতকাল তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদে  অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার রফিকের একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির। তিনি জানান, ‘স্যারের (ব্যারিস্টার রফিক) সঙ্গে তার সহধর্মিণী ড. শাহেদা রফিক ও দুই ছেলে গেছেন। সেখানে নিউরো সার্জন অধ্যাপক ওয়াং হি কিট-এর অধীনে তার মেরুদে  অস্ত্রোপচার করা হবে।’ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পরিবার।

অসুস্থ হয়ে গত ৩ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সেখানে তিনি নিউরো সার্জন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে তার এমআরআই সম্পন্ন হয়েছে। পরে চিকিৎসকরা তার মেরুদে  অস্ত্রোপচারের পরামর্শ দেন। ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার সুপারিশ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর