শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে পদ্মার তীর রক্ষার নতুন বাঁধে ধস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পদ্মার তীর রক্ষার নতুন বাঁধে ধস

রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় পদ্মা তীর রক্ষা প্রকল্পের সোনাইকান্দি আই গ্রোয়েনের পাশে নতুন নির্মিত বাঁধে ধস নামে -বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় পদ্মা তীর রক্ষা প্রকল্পের নির্মিত নতুন বাঁধে ধস নেমেছে। সোনাইকান্দি আই গ্রোয়েনের পাশে নতুন নির্মিত বাঁধে এ ধস নামে। যা বর্তমানে মাটি ফেলে ঢেকে রাখা হয়েছে। ওই এলাকা দিয়ে বালু উত্তোলনের কারণে নির্মাণের পর বাঁধে এ ধস নামে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আফিস আহমেদ জানান, পদ্মা নদীর ভাঙন থেকে সোনাইকান্দি থেকে বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষার জন্য নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটি  বাস্তবায়নের জন্য সোনাইকান্দি এলাকায় অবস্থিত বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের রাস্তা অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। ১১ জুন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বালুমহাল ইজারাদারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তারা সময় মতো পদক্ষেপ না নেওয়া এবং বালু উত্তোলন করে পরিবহন অব্যাহত রাখায় নতুন নির্মিত পদ্মার তীর রক্ষা বাঁধের ওই স্থানে ধস নামে। বর্তমানে সেখানে বালুর বস্তা ও মাটি ফেলে রাখা হয়েছে। আগামী শুকনো মৌসুমের আগে এটি আর নির্মাণ করা সম্ভব নয়। তবে ধস যেন বাড়তে না পারে তার রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পদ্মার তীর রক্ষা প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বালু ব্যবসায়ীকে বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা উত্তোলন বন্ধ বা রাস্তাটি অপসারণ করেনি। এ কারণে ধস নামে। এতে হুমকির মুখে পড়েছে পুরো প্রকল্পটি। ‘পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী মহানগরীর বুলনপুর থেকে সোনাইকান্দি পর্যন্ত সংরক্ষণ’ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয় আট মাস আগে। কংক্রিটের ব্লক দিয়ে বাঁধাই করার কাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রথম ধাপে বুলনপুর থেকে হাড়ুপুর পর্যন্ত দুই হাজার ৬৫০ মিটার তীর রক্ষার কাজ করা হয়। দ্বিতীয় ধাপে হাড়ুপুর থেকে পবার সোনাইকান্দি পর্যন্ত দুই হাজার ২৫৫ মিটার নদীর তীর রক্ষার কাজ চলছে।

সর্বশেষ খবর