শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আলোচনা সভায় অভিমত

ধর্মীয় অনুশাসন ব্যতীত খুন-ধর্ষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, ধর্মীয় শিক্ষার প্রসার ছাড়া সামাজিক অনাচার-দুর্নীতি সুদ, ঘুষ, খুন, ধর্ষণ, মাদক বন্ধ করা সম্ভব নয়। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি ড. আহমাদ আবদুল্লাহ ছাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। এছাড়াও বক্তব্য রাখেন আহলে হাদিস আন্দোলনের আমির প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব, হাফেজ রুহুল আমীন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। সালমান এফ রহমান পবিত্র কোরআন ও সহী হাদিসভিত্তিক পরিচালিত বিশুদ্ধ ইসলামী সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে স্বাগত জানান। তিনি শিরক-বিদাত উৎখাতে এবং জঙ্গিবাদ প্রতিরোধে এই সংগঠনের কর্মতৎপরতার প্রশংসা করেন।  প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, শুধু শাসন নয় বরং ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।

সর্বশেষ খবর