শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
মহাকালের তিন যুগ পূর্তি

ছায়ানটে রবীন্দ্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটে রবীন্দ্র উৎসব

আলোচনাসভা, সম্মাননা প্রদান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠার তিনযুগ উদযাপন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়।

গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর

রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

দলের সাবেক সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ম. হামিদ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। স্বাগত বক্তব্য দেন তিন যুগ পূর্তি উদ্যাপন পরিষদের আহ্বায়ক কবীর আহামেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মহাকালের সভাপতি মীর জাহিদ হাসান। অনুষ্ঠানের শুরুতেই উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি এইচ টি ইমাম। আলোচনা শেষে মঞ্চায়ন হয় বঙ্গবন্ধু হত্যাকান্ডের নির্মমতার ওপর শোকাবহ ’৭৫-এর ১৫ আগস্টের কালো অধ্যায় অবলম্বনে নির্মিত নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’।

আনন জামান রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন আশিক রহমান লিয়ন।

ছায়ানটে রবীন্দ্র উৎসব : রবীন্দ্রনাথের গান নিয়ে ছায়ানটে অনুষ্ঠিত হলো রবীন্দ্র উৎসব। কবির প্রকৃতি, প্রেম, পূজা পর্বের গান দিয়ে সাজানো ছিল এ আয়োজন।

গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ উৎসব। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা থেকে পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর