শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে ছয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার শ্যামপুর থানা এলাকা থেকে ছয়টি অত্যাধুনিক অবৈধ অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজু গাজী (৪৩), মিনহাজুল ইসলাম (২৮) ও সাখাওয়াত হোসেন (৩৮)। এদের মধ্যে সাখাওয়াত হোসেন রাইড শেয়ারিং পাঠাও চালক।

গতকাল সকাল পৌনে ১০টার দিকে শ্যামপুর থানার গেন্ডারিয়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, সাতটি ম্যাগজিন ও ১২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান। এসব অস্ত্র উদ্ধার অভিযানের সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। এতে শ্যামপুর থানার এসআই সোহাগ চৌধুরীসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমীন বলেন, একসঙ্গে এত অস্ত্র সাম্প্রতিক সময়ে এ এলাকায় ধরা পড়েনি। তবে ওই চক্রের আরও তিনজন পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য আদায় করা সম্ভব হবে। ‘পাঠাও’ চালক সাখাওয়াত হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করছেন, তিনি উদ্ধার করা অস্ত্রের বিষয়ে কিছুই জানেন না। অস্ত্র কারবারের সঙ্গে তিনি জড়িতও নন। গ্রেফতার অন্য দুইজনের মধ্যে একজন তার গাড়ির যাত্রী ছিলেন। তার পিঠে ঝোলানো ব্যাগের ভিতরে অস্ত্রগুলো বহন করছিলেন।

সর্বশেষ খবর