রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ রয়েছে

------ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ নিয়ে সরকার প্রস্তুত রয়েছে। তবুও সবাইকে এগিয়ে আসতে হবে। রংপুর বিভাগে বন্যা মোকাবিলায় সরকার তিস্তা নদী খনন করবে। এরপর চিরস্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। গতকাল রংপুরের কাউনিয়ার টেপামধুপুর ইউপির বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বন্যার পরে দুর্গতদের মধ্যে অসুখ ছড়ানোর শঙ্কা থাকে। এসব অসুখ প্রতিরোধ ও চিকিৎসায় প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এর               আগে সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৩৯ অসহায় দরিদ্রদের তিন লাখ ১৮ হাজার টাকা দেন। তাছাড়া পরিষদের তহবিল থেকে ১৬৮ মেধাবী শিক্ষার্থীকে তিন লাখ ৩৮ হাজার টাকা শিক্ষা বৃত্তির চেক তুলে দেন মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর