শিরোনাম
রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এরশাদের আসনে প্রার্থী দেবে আওয়ামী লীগ : নানক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে একক প্রার্থী দেবে আওয়ামী লীগ। এখানে মহাজোটবদ্ধভাবে নির্বাচন হবে না। গতকাল রংপুর জিলা স্কুল মাঠে মহানগর যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেহায়া হওয়ার কারণেই তার এ করুণ পরিণতি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্র্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা নালিশের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যোগসূত্র আছে বলে দাবি করেন তিনি। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। মহানগর যুবলীগের আহ্বায়ক সিরাজুম মুনির বাশারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ, মহানগর সভাপতি সাফিউল ইসলাম শফি, সেক্রেটারি তুষার কান্তি মন্ডল প্রমুখ।

নানক বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি এবং জিয়া পরিবারকে ঘৃণা করে।

মার্কিন প্রেসিডেন্ট ট্র্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা নালিশের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যোগসূত্র রয়েছে দাবি করে নানক বলেন, প্রিয়া সাহার বিরুদ্ধে দেশবিরোধী তৎপতার অভিযোগে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার ইন্ধনদাতারাও আইনের আওতায় আসবে।

এদিকে বাংলাদেশ প্রতিদিনকে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শূন্য হওয়া রংপুর-৩ আমাদের দলীয় প্রধানের আসন। এখানে অতীতেও মহাজোটবদ্ধভাবে নির্বাচন হয়েছে, উপনির্বাচনও মহাজোটবদ্ধভাবেই হবে ইনশাল্লাহ।’ প্রার্থিতার ব্যাপারে তিনি বলেন, পারিবারিক, রাজনৈতিক দুটি বিষয়ই আছে প্রার্থিতা চূড়ান্তের তালিকায়। পার্টির প্রেসিডিয়াম বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর