রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চন্দ্রাভিযানের ৫০ বছরে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

ওলী আহম্মেদ, শেকৃবি

চন্দ্রাভিযানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ আয়োজন করে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। এতে সারা দেশ থেকে আসা ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। অলিম্পিয়াড প্রদর্শন করেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এ সময় তার উপস্থিতিতে জাদুঘরের মহাকাশ গ্যালারিতে প্রদর্শিত হয় ‘টাইমলাইন অব স্পেস এক্সপ্লোরেশন’ নামক চন্দ্রাভিযান সম্পর্কিত এক মনোমুগ্ধকর ডিসপ্লে। প্রতিযোগিতার তিনটি বিভাগে সিনিয়র গ্রুপে আটজন এবং জুনিয়র গ্রুপে ১৬ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক মি. ম্যাক্সিম।  বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, মানব সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে মহাকাশকেন্দ্রিক গবেষণা ও আবিষ্কার এখন সময়ের দাবি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর