মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হাকালুকি হাওরে রুপালি ইলিশ

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

হাকালুকি হাওরে রুপালি ইলিশ

দেশের সর্ববৃহৎ মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। প্রতি বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ছোট আকারের ইলিশ ধরা পড়লেও এবার বড় আকারের ও সংখ্যায় বেশি ধরা পড়ছে। যার ফলে জেলেদের মধ্যে আনন্দ-উল্লাস ও হাসির ঝলক ফুটে উঠছে। জানা যায়, চলমান বন্যায় হাকালুকি হাওরপাড়ের মৎস্যজীবী সম্প্রদায় হাওরের ভাসান পানিতে জাল ফেলে মাছ শিকার করেন। এবারও অন্য মাছের সঙ্গে ধরা পড়ছে ইলিশ। রুপালি ইলিশ ধরা পড়ায় তারা বেশ খুশি।

সরেজমিনে বড়লেখা, জুড়ী উপজেলার  বিভিন্ন বাজারে ও কুলাউড়ার আছরিঘাটে হাকালুকির ইলিশ বিক্রি হতে দেখা গেছে। মাছ ব্যবসায়ী নানু মিয়া জানান, ‘হাওরপাড়ের মোহদিকোনার এক জেলের কাছ থেকে তিনি প্রায় ১৫ কেজি ইলিশ কিনে বিক্রি করছেন। গত কয়েক দিন ধরে হাকালুকি হাওরে ব্যাপক ইলিশ ধরা পড়ছে।

কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, সম্প্রতি বন্যায় ইলিশ সাগর থেকে উজানের এই মিঠাপানিতে এসেছে। জেলেদের জালে সেসব ইলিশ ধরা পড়তে দেখা যাচ্ছে। এ বছরের ইলিশের ওজন অন্য বছরের তুলনায় বেশি তবে স্বাদ ভিন্ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর