মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডিসিসির সাবেক প্রকৌশলী সালাম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তার স্ত্রী চিকিৎসক  রেশমা মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় দুদক প্রকৌশলী মো. আবদুস সালামের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার সম্পদ অজ্ঞাত উৎস থেকে আয়ের অভিযোগ এনেছে। তার স্ত্রী রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালামের বিরুদ্ধে দুদকের অভিযোগ, তিনি আবদুস সালামের অবৈধ উপায়ে অর্জিত ১  কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকা নিজের নামে রেখেছেন। ওই সম্পদ শম্পা তার নিজের আয়কর নথিতেও দেখিয়েছেন।

দুদকের মতে, শম্পা তার নামে থাকা সম্পদের কোনো বৈধ উৎস  দেখাতে পারেননি। তিনি একজন বেসরকারি ডাক্তার। তিনি কোনো সরকারি কর্মকর্তা ছিলেন না বলে তার পক্ষে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সাধারণত তেমন কোনো সুযোগ ছিল না। কিন্তু তার আয়কর নথিতে এক কোটি ৩৪ লাখ টাকার সম্পদ  দেখানোর কারণে মনে হয় যে এটা তার স্বামীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। আবদুস সালাম নিজেকে অপরাধের দায় থেকে আড়াল করতে স্ত্রী শম্পার নামে সম্পদ রেখেছেন। মামলায় দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দ  বিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর চাকরি থেকে বরখাস্ত হন আবদুস সালাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর