বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্যাট হাতে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ (এসপিএল) উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বিকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। পরে কিছুক্ষণের জন্য নিজেও ব্যাট হাতে নেন প্রধান বিচারপতি। বল করেন আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। ব্যাট হাতে থাকা প্রধান বিচারপতির দিকে বল করেন তিনি। ধেয়ে আসা বলকে তীক্ষè পর্যবেক্ষণে রাখেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনেকটা পেশাদার ক্রিকেটারের মতোই ব্যাট উঁচিয়ে মারেন তিনি। টুর্নামেন্ট উদ্বোধনের আগে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগের মাধ্যমে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সারা দিন পেশাগত কর্মব্যস্ততার পর আইনজীবীদেরও বিনোদন প্রয়োজন। বিনোদনের ব্যবস্থা না থাকলে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. আবদুল বাতেন ও মো. জসিম উদ্দিন এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও মুশফিক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। প্রথমবারের মতো অনুষ্ঠিত আইনজীবীদের এ ক্রিকেট টুর্নামেন্টে ২৫টি দল অংশ নেবে। প্রতি দলে আটজন করে খেলোয়াড় থাকবেন। চার দিনের এ খেলা হবে পাঁচ ওভারে।

সর্বশেষ খবর