বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সোনার দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে সোনার দাম। এবার ভরিতে সোনার দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃপক্ষ গতকাল রাতে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। আজ বুধবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে। বাজুস নেতৃবৃন্দ জানান, আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার মূল্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যা বিগত ছয়-সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়াও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাজুস নেতারা সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। দাম বৃদ্ধির ফলে আজ থেকে ২৩ ক্যারেটের প্রতি ভরি প্লাটিনামের দাম হবে ৬৫ হাজার ৪ টাকা।

এর আগে এর দাম ছিল ৬৩ হাজার ৮৩৮ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৫৩ হাজার ৩৪৪ টাকা। এর আগে দাম ছিল ৫২ হাজার ১৭৮ টাকা। আজ থেকে ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৫১ হাজার ১২ টাকা। আগে দাম ছিল ৪৯ হাজার ৮৪৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪৫ হাজার ৯৯৮ টাকা। আগে দাম ছিল ৪৪ হাজার ৮৩২ টাকা। তবে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৮১৮ টাকা  অপরিবর্তিত আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর