বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্যবসায়ীরা বন্যার্ত মানুষের পাশে আছেন : শেখ ফাহিম

সুনামগঞ্জ প্রতিনিধি

ব্যবসায়ীরা বন্যার্ত মানুষের পাশে আছেন : শেখ ফাহিম

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেছেন, দেশের অনেক অঞ্চলের মানুষ এখন বন্যায় আক্রান্ত। তাদের জন্য ত্রাণসহায়তা প্রয়োজন। দুর্গত মানুষের পাশে সরকারের পাশাপাশি ব্যবসায়ী সমাজ অতীতের মতো এখনো রয়েছে। গতকাল দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের ত্রাণ বিতরণ একটি প্রতীকী উদ্যোগ। এর মাধ্যমে আমরা ব্যবসায়ীসহ সমাজের বিত্তবান মানুষকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চাই। ছোট কিংবা বড় পরিসরে হোক, যার যার অবস্থান থেকে সবাই বন্যাকবলিত মানুষের পাশে এগিয়ে আসুন। এটা আমাদের মানবিক দায়িত্ব।’ এ সময় স্থানীয় ১২০ জন বন্যার্তকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করা হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুস্তাকিন আশরাফ, সদর উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল, ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক, সজীব রঞ্জন দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস প্রমুখ।

সর্বশেষ খবর