শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
জনতার মুখোমুখি মেয়র

জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জিং ইস্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জিং ইস্যু

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগর। সুপরিকল্পিত নয় শহরের ড্রেনেজ ব্যবস্থা। দায়িত্বজ্ঞানহীন কিছু বাসিন্দা পানি আটকে দেন। অবলীলায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নালা-নর্দমায়। এতে বৃষ্টি-জোয়ারের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এসব কারণে নগরের জলাবদ্ধতা নিরসন বিষয়টি অনেক বড় একটি চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে।’ গতকাল দুুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২১ নম্বর জামালখান ওয়ার্ডের উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন। অনুষ্ঠানে চসিকের অর্থায়ন ও উদ্যোগে গত চার বছরে বাস্তবায়ন করা প্রকল্প, বেসরকারি উদ্যোগে এ ওয়ার্ডে সৌন্দর্যবর্ধনের নানা প্রকল্প, ঐতিহ্য, স্থাপনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় ২০ জন জনতা প্রশ্ন করেন। এর মধ্যে ঘুরেফিরে জলাবদ্ধতা বিষয়টিই প্রধান্য পায়। মেয়র বলেন, নগরে গণপরিবহনে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রীসেবায় ১০০ এসি বাস নামানোর জন্য একটি শিল্পপ্রতিষ্ঠানকে রাজি করিয়েছি। ইতিমধ্যে তারা এলসি খুলেছে। বিআরটিএ, সিএমপিকে অনুরোধ জানিয়েছি দ্রুত অনুমোদন দেওয়ার জন্য।

সর্বশেষ খবর