শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
অবৈধ বালু তোলা বন্ধের জের

রাজশাহীর ডিসিকে পক্ষপাতদুষ্ট বললেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হাই কোর্টের আদেশে অবৈধভাবে বালু তোলা বন্ধ করে দেওয়ায় রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হককে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন। এর আগে বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীর কাজলা মৌজায় বেন্টুর বালুঘাটে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু তোলার সঙ্গে যুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে অভিযানের সময় বালুমহালটি বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে গতকাল দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘মেসার্স আমিন ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু।

সর্বশেষ খবর