শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শাহ আমানতে গাড়ি থেকে তিন কোটি টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী পরিবহনকারী গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকার সোনার বার জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতর। বারগুলোর ওজন প্রায় সাড়ে ৭ কেজি বলে জানিয়েছেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল সকালে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা যৌথ অভিযানে রিজেন্ট এয়ারওয়েজের গাড়িতে সোনার বারগুলো পান বলে বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার শাহীনুর কবীর পাভেল জানিয়েছেন।

তিনি বলেন, ৬৪টি সোনার বার গাড়িটিতে কালো টেপ মোড়ানো অবস্থায় ছিল। ৭ কেজি ৪৮৮ গ্রাম ওজনের ওই সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা। রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় কালো টেপ মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই জাহান জানান, রিজেন্ট এয়ারওয়েজের বাসটি রানওয়েতে ফ্লাইট অবতরণ এলাকা থেকে টার্মিনাল পর্যন্ত যাত্রী পরিবহন করে। সোনার বারগুলো জব্দ করার পর অবৈধভাবে সে বারগুলো আনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর