শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এরশাদের আসনে আওয়ামী লীগের প্রার্থী কে?

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর-৩ আসন মরহুম এইচ এম এরশাদের। ১৯৭৩ সালের পর এ আসনে আওয়ামী লীগ জয়ের মুখ দেখেনি। তবে এইচ এম এরশাদের মৃত্যুর পর আওয়ামী লীগের অনেকেই প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। জাতীয় পার্টিও আসনটি দখলে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। দলের মনোনয়নপ্রত্যাশীরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন। সাধারণ মানুষকে বলছেন তাদের উন্নয়নের কথা। শুরু হয়েছে উপজেলা কমিটির কার্যক্রম। আগামী ২৮ জুলাই উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করীম রাজু, রংপুর মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। চৌধুরী খালেকুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এর আগে দল আমাকে তিনবার মনোনয়ন দিয়েছিল কিন্তু মহাজোটের স্বার্থে আমি ছেড়ে দিয়েছিলাম। এবার এরশাদের অবর্তমানে রংপুর-৩ আসন আর জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হবে না। রেজাউল করীম রাজু বলেন, যাদের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীসহ সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে। যারা দলীয় নেতা-কর্মীদের ভালোমন্দের খোঁজখবর রাখেন, তাদের মধ্য থেকেই দলীয় মনোনয়ন দেওয়া উচিত। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, রংপুর-৩ আসনে আওয়ামী লীগ একক প্রার্থী দেবে। এখানে মহাজোটবদ্ধভাবে নির্বাচন হবে না।

সর্বশেষ খবর