শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তিনটি মেট্রোরেল চালুর পরিকল্পনা চসিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিনটি মেট্রোরেল চালুর পরিকল্পনা চসিকের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরে তিনটি মেট্রোরেল চালুর পরিকল্পনা করেছে। এর মধ্যে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে ২৬ কিলোমিটার, সিটি গেট থেকে শাহ্ আমানত সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিমি এবং অক্সিজেন থেকে এ কে খান বাসস্টপ পর্যন্ত সাড়ে ১৪ কিমি লাইন চালুর উদ্যোগ নিচ্ছে চসিক। সাড়ে ৫৪ কিমির তিনটি লাইনে ৪৭টি স্টেশনের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি স্টেশনের দূরত্ব হবে ৭০০ মিটার থেকে ২ দশমিক ৪ কিলোমিটার। মেট্রোরেলের ঘণ্টায় গড় গতিবেগ থাকবে ৪৫ কিমি। ২০ কিমি দীর্ঘ মেট্রোরেলের মাধ্যমে ঘণ্টায় দুই প্রান্তে ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব। গতকাল বিকালে চসিকের সম্মেলন কক্ষে বাসস্থান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড নামের পরামর্শক প্রতিষ্ঠানের অধীনে বুয়েটের ড. সোহরাব উদ্দিন, ড. এম আজাদুর রহমান, মো. মাহবুবুল আলমসহ ২৫ জনের উচ্চক্ষমতাসম্পন্ন টিম ম্যাস রেপিড ট্রানজিটের (এমআরটি) প্রাক-যোগ্যতা সমীক্ষা প্রতিবেদনে এ সব তথ্য দেওয়া হয়। তথ্যচিত্র উপস্থাপন করেন ডেপুটি টিম লিডার মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি রফিকুল আলম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, প্রকৌশলী মো. হারুন, স্থপতি সোহেল শাকুর, চসিকের প্রধান প্রকৌশলী কর্নেল মহিউদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধান রায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, চসিকের প্রধান পরিকল্পনাবিদ রেজাউল করিম প্রমুখ। চসিক মেয়র বলেন, ‘মেট্রোরেল একটি যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা। প্রস্তাবিত প্রতিবেদনও একটি ইতিবাচক দিক। তবে প্রকল্পটি বাস্তবায়ন সময়সাপেক্ষ বিষয়।’ অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলী ও সড়ক বিশেষজ্ঞরাও নগরে যানজট নিরসন এবং গণপরিবহন ভোগান্তি কমাতে মেট্রোরেলের পক্ষে মতামত দেন।

সর্বশেষ খবর