শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বরগুনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভাগীয় তদন্ত প্রয়োজন

-ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় পুলিশের একাংশের বিরুদ্ধে অপরাধীর সুরক্ষা ও হেফাজতে নির্যাতনের ধারাবাহিক অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। তিনি বলেন, গণমাধ্যমে এসব ঘটনা নিয়ে প্রকাশিত খবরগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার          কোনো সুযোগ নেই। গতকাল টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বরগুনার ঘটনায় পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগগুলো ঢালাওভাবে অস্বীকার করার যেমন অবকাশ নেই, তেমনি ‘বিভাগীয় পদক্ষেপের’ মধ্যে সীমাবদ্ধ রাখার সময়ও ফুরিয়ে গেছে। সংবিধান স্বীকৃত ন্যায়বিচার ও আইনের শাসন, যা গণতন্ত্রের পূর্বশর্ত, যার অবস্থান আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার কেন্দ্রবিন্দুতে, তা ধূলিসাৎ হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে যদি এ ধরনের অভিযোগ উপেক্ষা করা হয়, যদি এ ধরনের অপরাধের প্রতিকার না হয়।  টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা বিশ্বাস করতে চাই পুলিশের বিরুদ্ধে উত্থাপিত এ ধরনের অভিযোগ সত্য নয়। কিন্তু পুলিশের পেশাগত উৎকর্ষের সুনাম ও মর্যাদা অক্ষুণœ রাখতে সম্পূর্ণ নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য অনুসন্ধানের মাধ্যমেই তা নিশ্চিত করা সম্ভব। আর এজন্যই আইনের শাসন প্রতিষ্ঠার গুরুদায়িত্ব পালনকারী এ সংস্থাকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারের আলোকে ঢেলে সাজানোর লক্ষ্যে উত্থাপিত অভিযোগসমূহের বিচার বিভাগীয় তদন্ত অপরিহার্য।

ইফতেখারুজ্জামান আরও বলেন, গণমাধ্যমে ব্যাপক প্রচারিত ও আলোচিত শিশু ও বিভিন্ন বয়সের নারীদের ওপর সহিংসতার সাম্প্রতিক উদ্বেগজনক প্রেক্ষিতে উল্লিখিত অপরাধের ঘটনায় সমাজের সব স্তরের আতঙ্কিত মানুষ ন্যায়বিচারের জন্য ব্যাকুল।

সর্বশেষ খবর