শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশি পরিচয়ে বিদেশে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যেসব রোহিঙ্গা  বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অন্যান্য দেশে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।

গতকাল সকালে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে                সহায়তা করছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে। তাই অসাধু কোনো কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রী সকালে সিলেট সদর উপজেলার ৬০টি পরিবারকে ১০ হাজার টাকা, ২০টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং ৭১টি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও ঘর নির্মাণের জন্য ৩ হাজার টাকা করে প্রদান করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বিকালে অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিলেটভিউর সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক পিংকু ধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এ ছাড়া সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ ও জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।

সর্বশেষ খবর