শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে : মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবেন। তাদের তালিকা করা হবে। পক্ষান্তরে যারা পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ও ভাতা নিয়েছেন এবং তাদের সহযোগিতা করেছেন রাজাকার হিসেবে তাদের নাম তালিকা করা হচ্ছে। গতকাল দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার চরভদ্রাসন, সালথা    ও আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এ জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্প পরিচালক আবদুল হাকিম, ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম ফারুক হোসেন প্রমুখ।

 

সর্বশেষ খবর