শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ : সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ। ৫০ লাখের  বেশি মানুষ এখন জলবন্দী। উজান থেকে আরও পানি  নেমে আসছে, এ ছাড়া আছে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। অথচ এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে বন্যার কোনো যথাযথ পূর্বাভাসও সে অনুযায়ী কোনো ত্রাণ এবং পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা হয়নি।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি  আন্দোলন আয়োজিত গণপিটুনিতে নৃশংসভাবে মানুষ হত্যা বন্ধে রাষ্ট্রের ব্যর্থতা, ৩০টির অধিক জেলায় বন্যাকবলিত মানুষের জন্য অপ্রতুল ত্রাণ বরাদ্দ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু দমনে অবহেলা ও ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপক রায় প্রমুখ।

সর্বশেষ খবর