রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আগাম টিকিট না পেয়ে ক্ষোভ

ঈদে বাড়ি ফেরা

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বাসের আগাম টিকিট বিক্রি শুরুর মাত্র একদিন পরই শেষ হয়ে গেছে সব টিকিট। যে কারণে কাউন্টারগুলোতে তেমন ভিড় দেখা যায়নি টিকিটপ্রত্যাশীদের। কিছু যাত্রী এলেও টিকিট না পেয়ে ফিরে গেছেন। গতকাল শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে এমন দৃশ্য। 

গাবতলী বালুর মাঠে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনালে আগাম টিকিট কিনতে যান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি হক ও নাবিল পরিবহনের কাউন্টার ঘুরে টিকিট না পেয়ে সেখানে যান। প্রায় দুই ঘণ্টা ঘোরার পর দিনাজপুরের ৭ আগস্ট রাতের টিকিট পেয়েছেন। তিনি বলেন, ঈদের ছুটি শুরুর আগের টিকিট কাটার জন্য এখন অফিস থেকে একদিন আগেই ছুটি নিতে হবে। গাবতলী বালুর মাঠে হানিফ এন্টারপ্রাইজের দিনাজপুর কাউন্টারের মাস্টার আলী জানান, আগাম বিক্রির দ্বিতীয় দিনে যাত্রীর চাপ অনেক কম। সব আগাম টিকিট প্রথম দিনই বিক্রি হয়ে গেছে। ৮, ৯ ও ১০ আগস্টের কোনো টিকিট নেই। শুধু ৫ ও ৬ আগস্টের টিকিট পাওয়া যাচ্ছে। মাজার রোডের পাশে শ্যামলী বাস টার্মিনালে সৈকত নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী জানান, পঞ্চগড়ের আগাম টিকিট না পেয়ে বাধ্য হয়ে ৭ আগস্টের টিকিট কিনলাম। অন্য সময়ের তুলনায় এ দিনের টিকিটের দামও বেশি রেখেছে। শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার জসিম উদ্দিন জানান, এখান থেকে পঞ্চগড়, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈলের টিকিট বিক্রি হচ্ছে। এবারের ঈদযাত্রায় সবচেয়ে বেশি চাহিদা ৮ ও ১০ আগস্টের টিকিটের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর